রূপা ক্রয় করতে চান কিন্তু রুপা কত টাকা ভরি এ সম্পর্কে জানেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি মূলত আপনার জন্যই। রূপার ধরণ অনুযায়ী ১ ভরি রূপার দাম বাংলাদেশ ১৭১৪ টাকা হতে ২১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতি রুপার দাম নির্ধারণ করে থাকে। আজকের এই আর্টিকেল এ আমরা মূলত রুপা কত টাকা ভরি এর পাশাপাশি বিস্তারিত আকারে
আর্টিকেলটিতে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। স্বর্ণের পাশাপাশি অলংকার তৈরির জন্য রুপা অত্যাধিক জনপ্রিয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রুপা দিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করে থাকেন। বাংলাদেশে প্রতিনিয়ত রুপার দাম পরিবর্তন হয়ে থাকে। সেহেতু নির্দিষ্ট করে রুপার দাম কত হবে এটি কেউ বলতে পারবে না। তবে আমাদের এই পোস্টের মাধ্যমে আপনি রুপা কত টাকা ভরি এর লেটেস্ট আপডেট জানতে পারবেন। সেহেতু রুপা কত টাকা ভরি আপনি মনোযোগ সহকারে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
১ ভরি রুপার দাম কত টাকা – রুপা কত টাকা ভরি
স্বর্ণের মতো রুপা তিনটি ক্যারেট ভেদে বিক্রি হয়। তবে রুপা ২৪ ক্যারেট এ সম্পূর্ণ নির্ভেজাল বা বিশুদ্ধ রুপা পাওয়া যায়। অলংকার তৈরি করার জন্য রুপার সাথে অন্যান্য ধাতু ব্যবহার করা হয়। ধাতুর পরিবারের উপর ভিত্তি করে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট হিসেবে বাজারে বিক্রি করা হয়। নিচে ছকে দাম সুস্পষ্ট ভাবে উপস্থাপন করা হয়েছে:
রুপার ক্যারেট | ১ ভরি রুপার দাম |
১৮ ক্যারেট | ১৭১৪ টাকা |
২১ ক্যারেট | ২০০৫ টাকা |
২২ ক্যারেট | ২০৯৮ টাকা |
এখানে যে রুপার দাম উপস্থাপন করা হয়েছে, তা হলমার্ক করা রুপার দাম। তবে হলমার্ক ছাড়া যে রুপা রয়েছে তার দাম মূলকভাবে একটু কম হয়ে থাকে। সাধারনত পুরাতন রুপার ভরি ১২০০ টাকা থেকে ১৬০০ টাকা মধ্যে হয়ে থাকে।
১ ভরি রুপার দাম কত টাকা বাংলাদেশে
রুপার প্রকারভেদে ও ক্যারেট এর উপর ভিত্তি করে ১ ভরি রুপার দাম ১৭০০ টাকা থেকে শুরু করে প্রায় ২১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাজুস থেকে নির্ধারণ করে দেওয়া ১ গ্রাম রুপার দাম ২২ ক্যারেট মাত্র ১৮০ টাকা,২১ ক্যারেট মাত্র ১৭২ টাকা, ১৮ ক্যারেট মাত্র ১৪৭ টাকা। প্রতি ১১.৬৬ গ্রামে ১ ভরি রুপার ওজন নির্ধারিত হয়। সেহেতু ২১ ক্যারেট এর ১ ভরি রুপার দাম ১১.৬৬ x ১৮০= ২০৯৮ টাকা। নিন্মে ছক আকারে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে:
রূপার ক্যারেট | হিসাব | মূল্য |
১৮ ক্যারেট | ১১.৬৬ x ১৪৭ | ১৭১৪ টাকা |
২১ ক্যারেট | ১১.৬৬ x ১৭২ | ২০০৫ টাকা |
২২ ক্যারেট | ১১.৬৬ x ১৮০ | ২০৯৮ টাকা |
২ ভরি রুপার দাম কত টাকা
বর্তমানে ২২ ক্যারেট দুই ভরি রুপার দাম ৪১৯৬ টাকা, ২১ ক্যারেট ২ ভরি রূপার ৪০১০ টাকা, ১৮ ক্যারেট ২ ভরি রূপার দাম ৩৪২৮ টাকা। তবে বাংলাদেশ থেকে আপনি যদি রুপা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ জুয়েলের সমিতি অর্থাৎ বাজুস থেকে হলমার্ক করা রূপা নির্ধারিত দামে ক্রয় করতে হবে। তবে প্রতিনিয়ত রুপার দাম পরিবর্তিত হয় এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আরও দেখুন – ২১ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা আজকে ২০২৪
১ তোলা রুপার দাম কত ২০২৪
১ তোলা রূপা সমান প্রায় ১১.৬৬ গ্রাম। বাংলাদেশের জুয়েলার্স সমিতি অর্থাৎ বাজুস প্রতি গ্রাম রুপা ২২ ক্যারেট ১৮০ টাকা,২১ ক্যারেট ১৭২ টাকা, ১৮ ক্যারেট ১৪৭ টাকা দামে বিক্রি হচ্ছে।
আপনার জেনে রাখার সুবিধার্থে,বলে রাখা ভালো যে ১ তোলা রূপা সমান ১ ভরি রূপা সমপরিমাণ অর্থাৎ ২২ ক্যারেট এর ১ তোলা রূপার দাম ২০৯৮ টাকা, ২১ ক্যারেট এর ১ তোলা রূপার দাম ২০০৫ টাকা, ১৮ ক্যারেট এর ১ তোলা রূপার দাম ১৭১৪ টাকা।
১ আনা রূপার দাম কত টাকা
২২ ক্যারেটের দাম ১৩১ টাকা,২১ ক্যারেটের দাম ১২৫ টাকা,১৮ ক্যারেটের ১ আনা রুপার বর্তমান দাম ১০৭ টাকা বাংলাদেশে আজ আপনি রুপা কিনতে চাইলে এই দামে ক্রয় করতে পারবেন। বাংলাদেশে হলমার্ক করা নতুন রুপার পাশাপাশি পুরনো রুপারও বাজারে বিক্রি হয়। তবে পুরাতন রূপা ১ আনা রুপার দাম বর্তমানে ৮০ টাকা। সুতরাং, নিচে দেওয়া তালিকা অনুযায়ী আজকে বাংলাদেশ থেকে রুপা কিনতে পারবেন:
- ১ আনাপুরাতন রুপার দাম: ৮০ টাকা
- ১ আনা ১৮ ক্যারেটের রুপার দাম: ১০৭ টাকা
- ১ আনা ২১ ক্যারেটের রুপার দাম: ১২৫ টাকা
- ১ আনা ২২ ক্যারেটের রুপার দাম: ১৩১ টাকা
আজকের রূপার বাজার দর অনুসারে বাংলাদেশে রুপার এসব মূল্য প্রযোজ্য। এছাড়া, প্রতি ভরি বিভিন্ন ক্যারেটের রুপার দামও উল্লেখ করা হয়েছে।
আরও দেখুন- ৮ আনা সোনার চেইন এর দাম কত
১ রতি রুপার দাম কত টাকা
বর্তমানে ১ রতি রূপার দাম বাংলাদেশে বিক্রি হচ্ছে ১৭ টাকা থেকে ২১ টাকা ক্যারেট ভেদে। নিন্মে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে:
- পুরাতন ১ রতি রুপার দাম: ১৩ টাকা
- ১৮ ক্যারেটের ১ রতি রুপার দাম: ১৭ টাকা
- ২১ ক্যারেটের ১ রতি রুপার দাম: ২০ টাকা
- ২২ ক্যারেটের ১ রতি রুপার দাম: ২১ টাকা
১ গ্রাম রুপার দাম কত টাকা
ক্যারেটের উপর ভিত্তি করে ১ গ্রাম রুপার দাম ১৪৭ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়। নিম্মে ছক আকারে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।
রূপার ক্যারেট | ১ গ্রাম রূপার দাম |
১৮ ক্যারেট | ১৪৭ টাকা |
২১ ক্যারেট | ১৭২ টাকা |
২২ ক্যারেট | ১৮০ টাকা |
আসল রুপা চেনার উপায়
সাধারণত ৪টি উপায়ে আসল রুপা কিনা তা চিহ্নিত করা যায়। এই চারটি উপায় নিম্নে উপস্থাপন করা হলো:
- হলমার্ক দেখে রুপা কিনুন: আমাদের মধ্যে অনেকেই জানেন না যে, রুপা কতটুকু খাঁটি তা জানার জন্য হলমার্ক ব্যবহার করা হয়। যদি রুপায় সাধারণত ৯২৫ সংখ্যা দেখেন তাহলে উক্ত রুপা বা রুপার অলংকার ক্রয় করবেন। তবে আপনি যে দোকান থেকে রুপা বা রুপার অলঙ্কার ক্রয় করছেন সেখানের নিজস্ব কিছু সংকেত চিহ্ন দেওয়া থাকে। এ সকল চিহ্ন মূলত খালি চোখে দেখা যায় না বরং আতশকাচ ব্যবহার করতে হবে।
- দক্ষ কারিগর দিয়ে রূপা পরিক্ষা করুন: আপনার যদি বিশ্বস্ত কোন দক্ষ কারিগর থাকে তাহলে আপনি আসল রুপা পরীক্ষা করতে পারেন।
- চম্বুক দিয়ে পরিক্ষা করুন: আসল রুপা মূলত কখনো চম্বুক এর সাথে আকর্ষণ করে না।
- কাপড় দিয়ে ঘসে দেখুন: রুপা আসল কিনা তা পরীক্ষা করার জন্য আপনি সুতির কাপড় দিয়ে ঘষে দেখুন। যদি কাপড়ে কালচে ভাব লেগে থাকে তাহলেই বুঝে নিতে হবে রুপা আসল।
FAQ
(১) ১ ভরি রূপার দাম কত ২০২৪?
→ ক্যারেট এর উপর ভিওি করে রূপা ১৭১৪ টাকা থেকে শুরু করে ২০৯৮ টাকা টাকায় পাওয়া যায় ২০২৪ সালে যা ২২ ক্যারেট ২০৯৮ টাকা, ২১ ক্যারেট ২০০৫ টাকা, ১৮ ক্যারেট ১৭১৪ টাকা।
(২) ১০ গ্রাম রুপার দাম কত ২০২৪?
→ ক্যারেট ভেদে ১০ গ্রাম রূপার দাম ১৪৭০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত। যা,২২ ক্যারেট ১৮০০ টাকা, ২১ ক্যারেট ১৭১০ টাকা ও ১৮ ক্যারেট ১৪৭০ টাকা।
(৩) ১ তোলা সমান কত গ্রাম?
→ ১ ভরিকে ১ তোলা বলা হয় আবার ১১.৬৬ গ্রাম রূপাকে ১ তোলা রূপা বলা হয়।
শেষ কথা
প্রত্যাশা করি আমরা আপনাকে, রুপা কত টাকা ভরি এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পেরেছি। তবে রুপা বা রুপার অলংকার ক্রয় করার সময় অবশ্যই হলমার্ক করা রুপা কিনা সেটি পরীক্ষা করুন।