লাল চায়ের থেকে বর্তমান সময়ে গ্রিন টি বেশ জনপ্রিয়তা লাভ করছে। গ্রিন টি সেবনে শরীরে যেমন অপকারিতা নেই তেমনি পেটের চর্বি কমাতে গ্রিন টি বেশ কার্যকর। বর্তমান প্রতি ১ গ্রাম গ্রিনটি ১.৭০ টাকা দামে বাজারে বিক্রি হচ্ছে। তবে গ্রিন টির কোয়ালিটি ভেদে ১ গ্রাম গ্রিন টি ১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে গ্রিন টি দাম কত এ সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানাবো।
গ্রিন টি চা পাতার একটি বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয়। এটি অন্যান্য ধরনের চা থেকে আলাদা কারণ এটি জারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না, যার ফলে এর মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরকে মুক্ত র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার তবে গ্রিন টি দাম কত দাম জেনে নেওয়া যাক।
সূচীপত্র
গ্রিন টি দাম কত
বর্তমান ২০২৪ সালের চায়ের বাজারে গ্রিন টি সর্বাধিক চাহিদা পেয়েছে, যার ফলস্বরূপ বর্তমান বাজারে গ্রিন টি এর বিভিন্ন প্রকারভেদ লক্ষ করা যাচ্ছে। বর্তমানে সকল সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে যে গ্রিনটি পাওয়া যাচ্ছে,প্রতি ১০০ গ্রাম ১৭৫ টাকা থেকে ২৩০ টাকা। উচ্চ চাহিদার উপর ভিওি করলে বর্তমানে বাজারে চাইনিজ ১০০ গ্রাম গ্রিনটি ১৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তবে উল্লেখ্য যে, গ্রিন টি এর ব্র্যান্ডের প্রকারভেদের উপর নির্ভর করে দামের পার্থক্য লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু চায়ের কোম্পানি সাধারণ চায়ের পাশাপাশি গ্রীন টি উৎপাদন শুরু করেছে। নিম্নে আমরা ধাপে ধাপে সকল ব্র্যান্ডের চায়ের দাম সম্পর্কে জানবো।
আরও দেখুন- খেজুরের দাম কত টাকা বাংলাদেশে ২০২৪
ইস্পাহানি গ্রিন টি দাম ২০২৪
বাংলাদেশের চা প্রস্তুতকারক কোম্পানির মধ্যে অন্যতম একটি নাম ইস্পাহানি। বাংলাদেশের অনেক গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি রয়েছে তাদের মধ্যে গ্রিন টি বেশ জনপ্রিয়। গ্রিন টি তার অসংখ্য স্বাস্থ্য উপকারীতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। ইস্পাহানি গ্রিন টি এর ব্যতিক্রম নয়। বর্তমানে ইস্পাহানি গ্রিন টি দাম অন্য সকল গ্রিন টির তুলনায় কম। প্রতি ১০০ গ্রাম খোলা (লুজ) ইস্পাহানি গ্রিন টি দাম ১৭৫ টাকা। নিম্নে ছক আকারে ইস্পাহানি গ্রিন টি দাম উপস্থাপন করা হয়েছে।
খুচরা মূল্য (টাকা) | প্যাক সাইজ | ব্র্যান্ড |
১৭৫ টাকা | ১০০ গ্রাম | ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম গ্রিন টি (লুজ টি) |
১১০ টাকা | ৩৫ গ্রাম | (২৫ টির টি ব্যাগস) ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম গ্রিন টি ব্যাগ |
২০০ টাকা | ৭০ গ্রাম | ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম গ্রিন টি ব্যাগ-ইন-ব্যাগ টি ব্যাগস (৫০ টির টি ব্যাগস) |
অর্গানিক গ্রিন টি দাম কত ২০২৪
বেশ কিছুদিন আগে অর্গানিক গ্রিনটি এর যাত্রা শুরু হলেও বর্তমান সময়ে আব অর্গানিক গ্রিন টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে তার মানের জন্য। অর্গানিক গ্রিন টি কে দেশের শীর্ষস্থানীয় গ্রীনটি বলা হয়। বর্তমান বাজারে প্রতি 100 গ্রাম অর্গানিক গ্রিন টি দাম ২৫০ টাকা ।
লিপটন গ্রিন টি এর দাম ২০২৪
লিপটন গ্রিন টি চা প্রেমীদের কাছে সবচেয়ে পছন্দের একটি গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি। বাংলাদেশের বাজারে প্রথম গ্রিনটি প্রস্তুতকারী কোম্পানির মধ্যে লিপটন কোম্পানি একটি। লিপটন খোলা অর্থাৎ লুজ আকারে বিক্রি হয় না। লিপটন গ্রিন টি ১০০ টি ব্যাগের জন্য আপনাকে ৬০০ টাকা ব্যয় করতে হবে।
কাজী গ্রিন টি এর দাম বাংলাদেশ ২০২৪
কাজী গ্রিন টি গ্রিনটি এর বাজারে ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে কিছুদিনের মধ্যেই তাদের গ্রিন টি এর মানের জন্য। সাধারণত লিপটন গ্রিন টির মতো কাজেই গ্রীন টি খোলা অর্থাৎ লুজ আকারে বিক্রি হয় না। তবে আপনি যদি ৪০ টি ব্যাগের কাজী গ্রিন টি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ১৮০ টাকা খরচ হবে ৪০টি গ্রিন টি ব্যাগের ওজন ৬০ গ্রাম।
ভারতীয় গ্রিন টি এর দাম বাংলাদেশে ২০২৪
আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিবছর গ্রিনটি আমদানি করা হয়। ভারতীয় গ্রিন টি বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি পানীয়। ভারতীয় গ্রিন টি এর মান ও স্বাদ গ্রাহকদের আকৃষ্ট করে। টাটা, গোল্ড লিফ, অ্যাসাম টী ভারতীয় সেরা গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি। ৫০ টি ব্যাগের ভারতীয় গ্রিন টি এর দাম বাংলাদেশে ১৫০ টাকা থেকে ৩০০ টাকা।
চাইনিজ গ্রিন টি এর দাম বাংলাদেশে ২০২৪
চাইনিজ গ্রিন টি এর সাধ ও মান এর কারণে বাংলাদেশে চাইনিজ গ্রিন টি ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি ১০০ গ্রাম চাইনিজ গ্রিন টি এর দাম ১৪৫০ টাকা। বিভিন্ন বড় সুপারমার্কেট ও ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইনিজ গ্রিন টি ক্রয় করতে পারবেন।
আরও দেখুন- সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য
কোন গ্রিন টি ভালো
গ্রিন টি মূলত দুই ধরনের হয়ে থাকে। যথা: অর্গানিক গ্রিন টি ও নন অর্গানিক গ্রিন টি। অর্গানিক গ্রীন টি সবচেয়ে ভালো হয়ে থাকে কারণ এটি প্রাকৃতিক উপায় তৈরি গ্রিন টি। অন্যদিকে নন অর্গানিক গ্রীন টি বিভিন্ন রাসায়নিক মৌল ব্যবহার করে তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং ক্ষতিকর।
ওজন কমাতে কোন গ্রিন টি ভালো
ওজন কমাতে বাজারের সব ব্র্যান্ডের গ্রিন টি ভালো তবে, ওজন কমানোর জন্য সর্বদা অর্গানিক গ্রিন টি সেবন করা উচিত। এখানে অর্গানিক গ্রিন টি বলতে কোন ব্রান্ডকে বুঝানো হচ্ছে না বরং প্রাকৃতিক উপায় তৈরি গ্রিন টি কে বুঝানো হচ্ছে। আপনি নিচের আসল গ্রিন টি চেনার উপায় পড়লেই অর্গানিক গ্রীন টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন।
আসল গ্রিন টি চেনার উপায়
প্রথমআলো সংবাদপত্রের সমীক্ষা অনুযায়ী, বিগত কয়েক বছরে গ্রিন টি এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে গ্রিন টি এর চাহিদা বাড়ার সাথে সাথে বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা নকল ও খারাপ মানের গ্রিন টি বিক্রি করছে। আসল গ্রিন টি চেনার উপায় যদি জানা থাকে তাহলে সাফল্যের সাথে আসল ডিম কি ক্রয় করা যায়। নিম্নে আসল গ্রিন টি চেনার ৬টি উপায় উপস্থাপন করা হয়েছে:
- আসল গ্রিন টিতে তাজা ভাব থাকে ও আসল গ্রিন টি সুগন্ধ বেশ সুন্দর এবং গ্রিন টি এর গন্ধ হালকা কচি ঘাসের মতো। অন্যদিকে নকল গ্রিন টি তে তাজা ভাব থাকে ও কোন সুগন্ধ নেই।
- নকল গ্রিন টি বাদানি রঙের হতে পারে তবে আসল গ্রিন টি সাধারণত হালকা সবুজ বা সাদা রঙের হয়।
- স্বাদের কথা বিবেচনা করলে, নকল চা স্বাদে মিষ্টি বা অস্বাভাবিক হতে পারে ও আসল গ্রিন টির স্বাদ কিছুটা তিক্ত এবং তাজা। এটি আসল গ্রিন টি চেনার অন্যতম একটি উপায়।
- আসল গ্রিন টি এর দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে অন্যদিকে নকল গ্রিন টির এর দাম অনেকটা কম।
উপরোক্ত সমূহ যদি আপনি অনুসরণ করে থাকেন তাহলে কোনটি আসল গ্রিন টি ও নকল গ্রিন টি আপনি বিবেচনা করতে পারবেন।
গ্রিন টি এর উপকারীতা
গ্রিন টি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এজন্য গ্রিন টি কে স্বাস্থ্যের জন্য অমৃত বলা হয়। চা পাতার বিশেষ প্রক্রিয়াকরণের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে গ্রিন টি তৈরি করা হয়, যা এর চায়ের পুষ্টিগুণ বজায় রাখে। নিম্নে গ্রিন টি এর উপকারীতা উপস্থাপন করা হয়েছে:
- ওজোন হ্রাস করতে অর্থাৎ ওজন কমাতে গ্রিনটি বেশ উপকারী। মেটাবলিজম বাড়াতে গ্রিন টি সাহায্য করে ও চর্বি জমতে বাধা প্রদান করার কারণে গ্রিন টি ওজন কমাতে উপকারী।
- গ্রিন টি হৃদরোগের ঝুঁকি কমাতে বেশ সহায়ক। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের উচ্চ রক্তচাপ কমায় ও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- গ্রিন টি ইনসুলিনের মাত্রা ও রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে অর্থাৎ গ্রিন টি ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী।
- গ্রিন টি ক্যান্সার প্রতিরোধী। ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে গেম গ্রিন টিতে থাকা পলিফেনলগুলি বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
- গ্রিন টি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে গ্রিন টি।
এছাড়া গ্রিন টি দেহের ত্বকের শুষ্কতা প্রতিরোধে ভূমিকা পালন করার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
শেষ কথা
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আশা করি আমরা আপনাকে, গ্রিন টি দাম কত ২০২৪ সালে বাংলাদেশে তা জানতে পেরেছি। গ্রিন টি ক্রয় করতে চাইলে আপনি অবশ্যই, গ্রিন টি আসল কিনা যাচাই করে নিবেন।