হামকো ব্যাটারি দাম

হামকো ব্যাটারি দাম (আজকের দাম)

বাসা কিংবা প্রতিষ্ঠান যেখানেই হোক না কেন বিদ্যুতের বিকল্প হিসেবে আমরা সোলার কিংবা আইপিএস ব্যবহার করে থাকি। আর এই সোলার বা আইপিএস এর জন্য বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ব্যাটারি হামকো ব্যাটারি। হ্যামকো ব্যাটারি সকল গ্রাহকদের প্রথম চাহিদা আর হামকো ব্যাটারির দাম জানাতে চান না এমন গ্রাহক খুব কম পাওয়া যায়। হামকো ব্যাটারি তুলনামূলক ভাবে বাজারের অন্য সকল ব্যাটারির থেকে কমে পাওয়া যায়। 

হামকো ব্যাটারি দাম কত?

৫০০ টাকা থেকে শুরু করে গ্রাহক তার চাহিদা অনুযায়ী ব্যাটারি ক্রয় করতে পারেন। আজকের এই আর্টিকেল আজ আমরা আপনাকে হামকো ব্যাটারি দাম সম্পর্কে জানানোর পাশাপাশি হ্যামকো সোলার ব্যাটারি দাম কত,হামকো ছোট থেকে বড় ব্যাটারির দাম কত এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

আরও দেখুন- তিন চাকার অটো গাড়ির দাম কত (Upadate Price)

হামকো ব্যাটারি 200ah দাম বাংলাদেশে

হামকো ব্যাটারি 200ah দাম বাংলাদেশে বর্তমান সময়ে প্রায় ২৩,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে স্থান ভেদে। বর্তমান সময়ে হামকো ব্যাটারির দাম তুলনা মূলকভাবে বেশি। তবে অনলাইন মার্কেটপ্লেসে ২৩,৮০০ টাকায় হামকো ব্যাটারি 200ah পাওয়া যাচ্ছে।

হামকো সোলার ব্যাটারি দাম কত

হামকো সোলার ব্যাটারি খুবই শক্তিশালী একটি ব্যাটারি। ৮,০০০ টাকা থেকে শুরু করে ৪০,০০০ হাজার টাকা পর্যন্ত হামকো সোলার ব্যাটারি পাওয়া যায়। নিন্মে হামকো সোলার ব্যাটারির দাম ছক আকারে উপস্থাপন করা হয়েছেঃ

হামকো ব্যাটারির মডেল হামকো ব্যাটারির দাম 
Hamko NS60L-MF 18M 45 AH+৮৫০০ টাকা
Hamko HPD 55৯০০০ টাকা
Hamko HPD-60 ১০,০০০  টাকা
Hamko HPD 80১১,৫০০ টাকা
Hamko HPD 100১৩,৫৫০ টাকা
Hamko HPD 130২০,৯৯৯ টাকা
Hamko HPD 165২১,০০০ টাকা
Hamko HPD 200২৪,০০০ টাকা
Hamko HPD-215২৮,০০০ টাকা

হামকো 6v ব্যাটারি দাম

হামকো এর সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি 6v হামকো ব্যাটারি। বাংলাদেশে সময়ে এমন কোন ঘর নেই যেখানে হামকো 6v ব্যাটারি ব্যবহার করা হয়নি। জনপ্রিয়তার শীর্ষে থাকা হামকো 6v ব্যাটারি দাম বর্তমান বাজারে মাএ ৬৫০ টাকা।

এই ব্যাটারিটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এই ব্যাটারটির বৈদ্যুতিক ভাবে চার্জ করা যায় তেমনি সৌর প্যানেলের মাধ্যমে চার্জ করা যায়। এটি আয়তনে খুব ছোট একটি ব্যাটারি তবে ধারণ ক্ষমতার দিক থেকে এ ব্যাটারিটি বেশ শক্তিশালী। আকারে ছোট হবার কারণে যে কোন স্থানে খুব অনায়াসে পরিবহন করা যায়।

আরও দেখুন- আজকে ১ টন এসির দাম কত টাকা (আপডেট প্রাইস)

হামকো 12v ব্যাটারি দাম

হামকো 12v ব্যাটারি দাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে  আম্পিয়ারের কারনে। তবে হামকো 12v ব্যাটারি দাম ১২৫০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।

হামকো মটরসাইকেল ব্যাটারির দাম

হামকো মোটরসাইকেল ব্যাটারির দাম ৯৫০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যে পাওয়া যায়।হামকো মোটরসাইকেল এর ব্যাটারি আকারে খুব ছোট হয়ে থাকে তবে এ ধারণক্ষমতার দিক থেকে এই ব্যাটারিটি বেশ শক্তিশালী। নিম্মে হামকো মোটরসাইকেল ব্যাটারির দাম ছক আকারে উপস্থাপন করা হয়েছেঃঃ

হামকো ব্যাটারির মডেল হামকো ব্যাটারির দাম 
Hamko 12V 9AH বাইকের ব্যাটারি১৭৫০ টাকা
Hamko 12V 5AH মোটরসাইকেল ব্যাটারি১৩৫০ টাকা
Kenson KS6-4.5 রিচার্জেবল সিলড লিড অ্যাসিড ব্যাটারি৬৫০ টাকা
Hamko 12YB2.5LC বাইকের ব্যাটারি৯৫০ টাকা
Hamko 12N6.5-3B বাইকের ব্যাটারি১৫৫০ টাকা
Hamko 12NYTX5L-BS বাইকের ব্যাটারি১৪৫০ টাকা

আরও দেখুন- সিলিং ফ্যান দাম ২০২৪ বাংলাদেশ (আপডেট প্রাইস)

হামকো অটোর ব্যাটারির দাম

অটোর ব্যাটারি হিসেবে অভিজ্ঞ ব্যক্তিরা হামকো ব্যাটারি ক্রয় করার সিদ্ধান্ত প্রদান করে থাকেন। সাধারণত বর্তমান বাজারে ৭০০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হামকো অটোর ব্যাটারি পাওয়া যাচ্ছে। নিম্নে ছক আকারে হামকো ব্যাটারি দাম  উপস্থাপন করা হয়েছে:

হামকো ব্যাটারির মডেল হামকো ব্যাটারির দাম 
Hamko NX120-7 লিড অ্যাসিড ব্যাটারি১১,০০০ টাকা
Hamko NS70 গাড়ির ব্যাটারি৮্,৮০০ টাকা
Hamko NS40ZL 35Amp ৫,৭০০ টাকা
হামকো PCV 27১৮,০০০ টাকা
হামকো পিসিভি 21১৪,০০০ টাকা
Hamko NS60L৬৫০০ টাকা
হামকো পিসিভি 29২১,০০০ টাকা
হ্যামকো 200১৪,৫০০ টাকা

হামকো পুরাতন ব্যাটারির দাম

হামকো ব্যাটারি পুরাতন হলেও হামকো ব্যাটারির চাহিদা বরাবরই বাজারে বিদ্যমান থাকে। পুরাতন ব্যাটারি বাজারে বিভিন্ন ধরনের হয়ে থাকে। হামকো পুরাতন ব্যাটারির ধরন অনুযায়ী দামের পার্থক্য নিন্মে ছক আকারে উপস্থাপন করা হয়েছে:

হামকো পুরাতন ব্যাটারির ধরনদাম
আংশিক ক্ষতিগ্রস্ত ৭০% ভালো আছে এমন ব্যাটারি৫০০ টাকা থেকে শুরু করে ১৪,০০০ টাকা 
৫০% ভালো আছে এমন ব্যাটারি২৩০ টাকা থেকে ৮,০০০ টাকা 
২০% থেকে ৫০% ভালো এমন ব্যাটারি১০০ টাকা থেকে ৩,০০০ টাকা 
নষ্ট ব্যাটারি কেজি৩০ টাকা (প্রতি কেজি)

আরও দেখুন- ওয়াটার পাম্প প্রাইস ইন বাংলাদেশ (আজকের দাম)

হামকো ব্যাটারি কেন কিনবেন?

বাজারে অনেক ধরনের ব্যাটারির রয়েছে তবে আপনি কেন হামকো ব্যাটারি ক্রয় করবেন? বাজারে অনেক ধরনের ব্যাটারি কোম্পানি থাকলেও ব্যাটারির গুনগত দিক থেকে হামকো ব্যাটারি শতভাগ ভালো ও দামে ওই সকল ব্যাটারি থেকে কম। অর্থাৎ আপনি কম দামে ভালো সার্ভিস পাচ্ছেন হামকো ব্যাটারি থেকে। হামকো ব্যাটারির মূল উদ্দেশ্য তাদের ব্যবহারকারীদের সেরা সার্ভিস প্রদান করা।

আরও দেখুন- ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৪ 

শেষ কথা

বর্তমান সময়ে হামকো ব্যাটারি সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাটারি। আশা করি আমরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে, হামকো ব্যাটারি দাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জানতে পেরেছি। সোলার,মোটরসাইকেল,অটো ধরনের জন্য হামকো ব্যাটারি সবচেয়ে উওম।

Scroll to Top