স্বর্ণ সবাই ক্রয় করতে চায়। তবে দেশ থেকে স্বর্ণ না ক্রয় করে যদি দুবাই থেকে স্বর্ণ ক্রয় করা হয় সেটি বেশ সাশ্রয় হয়। আজকের এই আর্টিকেল থেকে আপনি দুবাই গোল্ড রেট 2024 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে এই আর্টিকেলে আমরা বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছি যেমন ২৪ ক্যারেট দুবাই গোল্ড রেট, ২২ ক্যারেট গোল্ড রেট ও দুবাইয়ের সোনার দাম সম্পর্কে বিস্তারিত তথ্য তাহলে আলোচনাটি শুরু করা যাক।
সূচীপত্র
দুবাই গোল্ড রেট 2024
স্বর্ণ কে না ক্রয় করতে চায় আর স্বর্ণ যদি কম দামে ক্রয় করা যায় তাহলে তো আর কথাই নেই। বর্তমান সময়ে বাংলাদেশে স্বর্ণের দাম বেশ চড়া তবে বৈদেশিক বাজারে অনেক জায়গায় স্বর্ণের দাম বেশ কম। কম দামে স্বর্নের এমন একটি স্বর্ণের বাজার হচ্ছে দুবাই। বাংলাদেশ অপেক্ষা দুবাই এ সোনার দাম বেশ কম। যারা প্রবাসী রয়েছেন তারা সরকারের নীতিমালা অনুসরণ করে দুবাই থেকে বাংলাদেশ স্বর্ণ ক্রয় করে নিয়ে আসতে পারেন।
আপনারা যারা জানেন না তাদের জেনে রাখা ভালো যে ক্যারেট বিবেচনায় স্বর্ণ ৪ প্রকার। যথা: 24 ক্যারেট স্বর্ণ, ২২ ক্যারেট স্বর্ণ, ২১ ক্যারেট স্বর্ণ, ১৮ ক্যারেট স্বর্ণ নির্ভর করে মূলত স্বর্ণের দামের পার্থক্য রয়েছে কারণ ক্যারেট বিবেচনায় এই স্বর্ণে কম বেশি অন্যান্য ধাতুর মিশ্রণ থাকে প্রচলিত ভাষায় এই ধাতুর মিশ্রণকে খাত বলা হয় নিন্মে ধাপে ধাপে সকল ক্যারেট এর স্বর্ণের দাম উপস্থাপন করা হয়েছে।
আরও দেখুন- ২১ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা আজকে ২০২৪
২৪ ক্যারেট দুবাই গোল্ড রেট
আপনারা জানেন যে ২৪ ক্যারেট স্বর্ণকে সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়। ২৪ ক্যারেট স্বর্ণে কোন ধাতুর মিশ্রণ থাকে না। এর কারণে ২৪ ক্যারেট স্বর্ণ সম্পূর্ণ বিশুদ্ধ স্বর্ণ তবে ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে কোন অলংকার তৈরি করা সম্ভব হয় না। তবে এর সাথে অন্যান্য ধাতু মিশ্রণ করে এই ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা হয়।
বর্তমান সময়ে দুবাই গোল্ড প্রাইস অনুযায়ী ২৪ ক্যারেট গোল্ড এর দাম ২৮০.৫০ দিরহাম প্রতি ১ গ্রাম স্বর্ণ। যদি ভরি অনুযায়ী স্বর্ণের দাম বিবেচনা করা হয় তাহলে দুবাইয়ের ২৪ ক্যারেট স্বর্ণের দাম ৩২৭১ দিরহাম। যদি বাংলাদেশি টাকায় রূপান্তরিত করা হয় তাহলে দুবাই গোল্ড প্রাইস ২৪ ক্যারেট ১,০৬,৮৮৮ টাকা।
আরও দেখুন- ১ ভরি রুপার দাম কত টাকা আজকে বাংলাদেশে
22 ক্যারেট গোল্ড রেট দুবাই
২২ ক্যারেট স্বর্ণের অবস্থান 24 ক্যারেট স্বর্ণের পরেই আপনারা জানেন যে ২৪ ক্যারেট স্বর্ণ সম্পূর্ণ বিশুদ্ধ বিশুদ্ধ স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা যায় না । তবে এই স্বর্ণের সাথে হালকা পরিমাণ অন্যান্য ধাতু অর্থাৎ খাত মিশিয়ে ২২ ক্যারেট স্বর্ণ তৈরি করা হয়, যা অলংকার তৈরি করার জন্য উপযোগী তবে খুব অল্প পরিমানে থাকে যার পরিমাণ অত্যন্ত কম ।
দুবাইয়ের আজকের গোল্ড রেট অনুযায়ী সর্বশেষ লেজেস্ট দাম ২২ ক্যারেট স্বর্ণের ২৪৬ দিরহাম প্রতি ১ গ্রাম স্বর্ণের জন্য অর্থাৎ আপনি যদি দুবাই থেকে এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে চান তাহলে বাংলাদেশী টাকায় দেশ টাকা আপনার খরচ হবে। তবে আপনি যদি দুবাই থেকে এক ভরি ২২ ক্যারেট গোল্ড অর্থাৎ স্বর্ণ ক্রয় করতে চান তাহলে আপনার ২৮৭৪ দিরহাম হিসেবে ও বাংলাদেশী টাকায় রূপান্তর করলে টাকা খরচ হবে ।
দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত
স্বর্ণের দাম নির্ভর করে সোনার ক্যারেটের উপর নির্ভর করে। এক্ষেত্রে স্বর্ণের দাম কত হবে সেটি নির্ভর করছে স্বর্ণের ক্যারেট কত এর উপর। দুবাইতে বর্তমানে এক গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি করা হচ্ছে বাংলাদেশী টাকায় ৮০৫৪ টাকা তাহলে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম দুবাই গোল্ড প্রাইস অনুযায়ী ৯৩,৯০৯ টাকা যা বাংলাদেশের স্বর্ণের দাম অপেক্ষা অনেক কম অন্যদিকে দুবাইয়ে গোল্ড প্রাইস স্বর্ণের দাম ৮৩৮৩ টাকা অর্থাৎ দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম এক ভরি অনুযায়ী ৯৭ হাজার ৭৪৫ টাকা।
সবশেষে একটি কথা বলা যায় যে যদি দুবাইয়ের অর্থ বাংলাদেশী টাকায় রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশি টাকায় যে পরিমাণ অর্থ দুবাই থেকে ক্রয় করতে খরচ হয় তা অত্যন্ত লাভজনক।
আরও দেখুন- ৮ আনা সোনার চেইন এর দাম কত ২০২৪ (আপডেট প্রাইস)
দুবাই আজকের স্বর্ণের রেট
দুবাই আজকের স্বর্ণের রেট কত এ সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচের দেয়া ছবি অনুসরণ করতে হবে কারণ নিম্মে দুবাইয়ের আজকের স্বর্ণের রেট আনা ভরি গ্রাম অনুযায়ী উপস্থাপন করা হয়েছে:
স্বর্ণের ওজন | স্বর্ণের দাম দুবাই স্বর্ণের রেট অনুযায়ী |
১ গ্রাম স্বর্ণের দাম | ৮০৫৪ টাকা |
এক আনা স্বর্ণ | ৫৮৬৯ টাকা |
দুই আনা স্বর্ণ | ১১,৭৪০ টাকা |
চার আনা স্বর্ণ | ২৩,৪৭৭ টাকা |
ছয় আনা স্বর্ণ | ৩৫,২১৪ টাকা |
আট আনা স্বর্ণ | ৪৬,৯৫২ টাকা |
১২ আনা স্বর্ণ | ৭০,৪২৮ টাকা |
১৬ আনা অর্থাৎ এক ভরি স্বর্ণ | ৯৩,৯০৪ টাকা |
এক রতি স্বর্ণের দাম | ৯৭৮ টাকা |
৪ রতি স্বর্ণের দাম | ৩৯১৩ টাকা |
৮ রতি স্বর্ণের দাম | ৭৮২৫ টাকা |
১২ রতি স্বর্ণের দাম | ১১,৭৩৮ টাকা |
দুবাই থেকে কেন স্বর্ণ ক্রয় করবেন
দুবাই থেকে আপনি যদি স্বর্ণ ক্রয় করেন সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবেন। কারণ দুবাই এ স্বর্ণের দাম বেশ কম যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে।
তবে দুবাই থেকে আপনি যদি স্বর্ণ আনতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনাকে সরকারি সকল নিয়ম অনুসরণ করে বিদেশ থেকে স্বর্ণ আনতে হবে। এক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আনতে হবে অতিরিক্ত পরিমাণ স্বর্ণ আপনি দুবাই থেকে আনতে পারবেন না।
FAQ
(০১) 22 ক্যারেট স্বর্ণের দাম কত দুবাই?
→ 22 ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ৯৩,৯০৯ টাকা।
(০২) বাংলাদেশের চেয়ে দুবাইতে সোনার দাম কম?
→ বাংলাদেশের চেয়ে দুবাইতে সোনার দাম ৮-১০% কম।
(০৩) দুবাই গোল্ড কত ক্যারেট?
→ দুবাই গোল্ড ১৮, ২১, ২৪ ক্যারেটে পাওয়া যায়।
(০৪) সিঙ্গাপুর নাকি দুবাই সোনার দাম কম?
→ দুবাই তে সোনার দাম কম সিঙ্গাপুর এর চেয়ে।
(০৫) দুবাই এয়ারপোর্টে সোনা কেনা যাবে কি?
→ হ্যা, দুবাই এয়ারপোর্টে সোনা কেনা যাবে।
(০৬) দুবাই থেকে কত টাকা সোনা কেনা যায়?
→ কোন ধরণের ট্যাক্স ছাড়া নারী ও শিশুরা ৪০ গ্রাম এবং পুরুষরা ২০ গ্রাম সোনা কিনতে পারবেন।
শেষ কথা
প্রত্যাশা করি, দুবাই গোল্ড রেট 2024 সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। তবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই দুবাই থেকে স্বর্ণ আনার সময় আপনি সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বাংলাদেশ নিয়ে আসবেন।
যদি আপনি আনতে চান আর আপনি যদি বাংলাদেশ থেকে স্বর্ণ ক্রয় করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনি হলমার্ক করা স্বর্ণ ক্রয় করবেন। কেননা বর্তমান সময়ে হলমার্ক ছাড়া স্বর্ণ আপনি যদি ক্রয় করেন সে ক্ষেত্রে আপনি আর্থিকভাবে লাভবান নাও হতে পারেন ।