সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য

সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য | সয়াবিন তেলের দাম ২০২৪

সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য কিছুটা স্থিতিশীলতার মধ্যেই রয়েছে। ২০২৪ সালে সয়াবিন তেলের দাম অনেকবার উঠা নামা করেছে। তবে এখন বাজারে ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬০ – ১৭০ টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড ও খোলা তেলের জন্যই দামের কিছুটা পার্থক্য লক্ষ্যনীয়। এক্ষেত্রে কোন কোম্পানির কতটুকু সয়াবিন তেলের দাম কত টাকা সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।  

সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য

সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য নিয়ে অনেক আলোচনা চলছে। দেশে ও বিদেশে বিভিন্ন অর্থনৈতিক প্রভাব, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বৈশ্বিক কারণের কারণে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সয়াবিন তেলের দাম লিটারে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা। খোলা বাজারে ১ কেজি সয়াবিন তেলের দাম ১৬০ থেকে ১৭০ টাকা। 

বোতলজাত তেলের ব্র্যান্ড ও লিটার উপর নির্ভর করে তেলের দাম কিছুটা কম বেশি হলেও খোলা বাজারে তেলের কেজিগত পার্থক্য তেমন দেখা মিলে না। ১ কেজি কিনলে যেটাকা দিতে হয় ১০ কেজি কিনলে সে হিসেবেই। তবে বোটলজাত ব্র্যান্ডের তেলের ক্ষেত্রে লিটারগত একটা দামের পার্থক্য লক্ষণীয়। যেমন ফ্রেশ ব্র্যান্ডের ১ লিটার তেলের দাম ১৭০ টাকা হলেও, ২ লিটারের দাম কিছুটা কম হয়ে ৩২৮ টাকায় পাওয়া যায়।  

লিটার ভিত্তিক সয়াবিন তেলের দাম কত ২০২৪ 

এই পর্যায়ে লিটার ভিত্তিক সয়াবিন তেলের দাম কত তা দেখে নিবো। প্রায় সকল ভালো মানের ব্র্যান্ডের তেলের ১,২,৩, ও ৫ লিটারের বোতলের দাম কত তা একেক করে উল্লেখ্য করা হবে। 

তালিকা প্রকাশের পূর্বে একটা কথা বলে রাখা ভালো যে, তেলের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাছাড়া দোকান ও এরিয়া ভেদেও কিছু ক্ষেত্রে দামে ছাড় পাওয়া যায়। এখানে উল্লেখ্যিত তালিকায় সকল প্রকার তেলের দাম সম্প্রতি সময় ও সচারচর যে দামে পাওয়া যায় সেটিই তুলে ধরা হয়েছে। 

আরও দেখুন- খেজুরের দাম কত টাকা বাংলাদেশে ২০২৪ 

হাফ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪

Half Liter সয়াবিন তেলের চাহিদা অনেক বেশি। প্রায় প্রতিটা ব্র্যান্ডেরই হাফ লিটার সয়াবিন তেলের বোতল রয়েছে। সাধারণত হাফ লিটার সয়াবিন তেলের দাম ৮৫ টাকা থেকে ৯০ টাকা হয়ে থাকে তবে কিছু কিছু ব্র্যান্ডের তেলের দাম ১০০ টাকা অব্দিতে পৌছায়। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম (৳)
Teer Soyabean Oil500 g85.00
Fresh Soyabean Oil500 ml86.00
Pusti Soyabean Oil500 ml97.00
Rupchanda Soyabean Oil500 ml90.00
Soyabean Oil Teer Fortified500 ml97.00

১ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪

এখানে ভালো ব্র্যান্ডের ১ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪ সালে কত টাকা তার আপডেট প্রাইজ দেয়া আছে। সাধারণত দেখা যায় ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে ১৭০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম
Rupchanda Soyabean Oil1L৳167
Pusti Soyabean Oil1L৳167
Teer Soyabean Oil1L৳163
Fresh Soyabean Oil1L৳167
TEER Soyabean Oil1L৳165
FRESH Soyabean Oil1L৳170
Bashundhara Soyabean Oil1L৳165
Rupchanda Soyabean Oil1L৳165
ACI Pure Soyabean Oil1L৳170
soyabean Oil Loose1 kg৳158
Royal Chef Soybean Oil1L৳165

২ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪

নিচের দেয়া তালিকায় ২ লিটার সয়াবিন তেলের দাম কত সে বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে ২ লিটার সয়াবিন তেলের দাম ৩২০ টাকা থেকে শুরু করে ৩৩৫ টাকা অব্দি হয়ে থাকে। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম
Rupchanda Soyabean Oil2L৳334
Pusti Soyabean Oil2L৳324
Teer Soyabean Oil2L৳326
Fresh Soyabean Oil2L৳328
Pusti Soyabean Oil2L৳320
Bashundhara Fortified Soyabean Oil2L৳320
Rupchanda Soyabean Oil2L৳320
Royal Chef Soybean Oil2L৳320
ACI Pure Soyabean Oil2L৳335

৩ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪

৩ লিটার সয়াবিন তেল সচারচর দেখা যায় না, তবে কিছু ব্র্যান্ড আছে যারা ৩ লিটার সয়াবিন তেলের বোতলজাত করে। যাইহোক, ৩ লিটার সয়াবিন তেলের দাম ৪৮০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম
Fresh Soyabean Oil3L৳501
Pusti Soyabean Oil3L৳519
Various Brands (Loose Soyabean Oil)3L৳480 – ৳495

৫ লিটার সয়াবিন তেলের দাম ২০২৪

সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ৫ লিটার সয়াবিন তেলের বোতল গুলো। মাসের বাজারে ৫ লিটারের তেলের বোতল রাখে প্রায় সকলেই। তাই প্রায় সকল ব্র্যান্ডের ৫ লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যায়। সাধারণত, ৫ লিটার সয়াবিন তেলের দাম ৭৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা অব্দি হয়ে থাকে স্থান, সময় ও দোকান ভেদে। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম (৳)
Fresh Soyabean Oil5L797 – 818
Pusti Soyabean Oil5L753 – 825
Rupchanda Soyabean Oil5L778 – 825
Teer Soyabean Oil5L800 – 825
Bashundhara Fortified Soyabean Oil5L800
ACI Pure Soyabean Oil5L800 – 825
King’s Soyabean Oil5L800 – 825
Bangla Soyabean Oil5L800 – 825
Veola Soyabean Oil5L890

খোলা সয়াবিন তেলের দাম ২০২৪

খোলা সয়াবিন তেল বলতে মূলত লোকাল বাজারে পাওয়া যায় এমন তেলকে বোঝানো হচ্ছে যেগুলো কোনো লিটার ভিত্তিক বোতলে আসে না বরং ড্রাম ভর্তি থাকে এবং ক্রেতা তার চাহিদা মোটাবেক পরিমাণে খরিদ করতে পারে। 

লোকাল বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেশ উঠা নামা করে। যেহেতু এখানে কোনো সীলসহীত মূল্য তালিকা থাকে না তাই স্থান ভেদে লোকাল মার্কেটে তেলের দাম নির্ধারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দোকান ভেদেও দামের উঠানামা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে খোলা সয়াবিন তেল কেজি (KG) মাপে বিক্রি করা হয়। প্রতি কেজি সয়াবিন তেলের দাম পরের ধাপে তালিকা করা রয়েছে। 

১ কেজি সয়াবিন তেলের দাম কত

মূলত ১ কেজি সয়াবিন তেল = ১.০৯ লিটার হয়ে থাকে। লোকাল বাজারে ১ কেজি সয়াবিন তেলের দাম ১৬০ থেকে ১৭০ টাকা। স্থান ও দোকান ভেবে এই মূল্য নির্ধারণ করা হয়। যার কারনে পাইকারি দোকান গুলোতে দাম কম ও খুচরা দোকান গুলোতে দাম তুলনামূলক বেশি হয়। 

তাছাড়া দেখতে একই রকম হলেও “পাম তেল” এর দাম কিছুটা কম সয়াবিন তেলের তুলনায়। ১ কেজি পাম তেলের মূল্য বর্তমান বাজারে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। 

আজকের পাম তেলের দাম কত ২০২৪

সয়াবিন তেল যেমন সয়াবিন বীজ থেকে তৈরি হয়, তেমনই পাম তেল তৈরি হয় পাম গাছের ফল থেকে। দেখতে অনেকটা সয়াবিন তেলের মত হলেও দামের দিক থেকে সয়াবিল তেল থেকে কিছুটা কম দামে পাওয়া যায় পাম তেল। খোলা পাম তেলের দাম কেজিতে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। এবং বিভিন্ন ব্র্যান্ডের আজকের পাম তেলের দাম কত তার তালিকা নিম্মে তুলে ধরা হলো। 

তেলের ব্র্যান্ডের নামতেলের পরিমাণতেলের দাম (৳)
Pusti Family Palm Olein Oil1L Pouch Pack148
Pusti Family Palm Olein Oil3L448
Pusti Family Palm Olein Oil500 ml77
Pusti Family Palm Olein Oil2L302
Pusti Family Palm Olein Oil5L742
Pusti Family Palm Olein Oil1L151
Family Super Palm Olein5L710

বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের দাম ২০২৪

সয়াবিন তেল মূলত যেকোনো রান্নার ব্যাসিক উপাদান। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে প্রতিদিনের মোট ক্যালোরির ২০-৩০% চর্বি থেকে আসা উচিত যার অনেকটাই পূর্ণ হয় সয়াবিন তেল থেকে। 

তবে এক্ষেত্রে রয়েছে বেশ সর্তকতাও কেননা, হার্টকে ভালো রাখতে প্রয়োজন ভালো মানের সয়াবিন তেল। আর এই কারণেই খোলা তেল থেকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেলের উপর মানুষের আস্থা মিলে। এই পর্যায়ে বিভিন্ন বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের দাম সম্পর্কে জানাবো পর্যায়ক্রমে। 

রূপচাঁদা সয়াবিন তেলের দাম ২০২৪

রূপচাঁদা সয়াবিন তেল ১ লিটার – ৮ লিটার অব্দি বোতলে পাওয়া যায়। এক্ষেত্রে রূপচাঁদা সয়াবিন তেলের দাম এর তালিকা নিম্মে তুলে ধরছি। 

পণ্যপরিমাণমূল্য (টাকা)
Rupchanda Soyabean Oil Pet2ltrTK 334.00
Rupchanda Soyabean Oil Pet5ltrTK 788.00
Rupchanda Soyabean Oil Pet8ltrTK 1,320.00
Rupchanda Soyabean Oil Pet1ltrTK 167.00

বর্তমান বাজারে রূপচাঁদা তেলের দাম ১ লিটার ১৬৭ টাকা। এবং রূপচাঁদা সয়াবিন তেল ২ লিটার দাম। তাছাড়া সবচেয়ে বেশি বিক্রিত রূপচাঁদা সয়াবিন তেল ৫ লিটার দাম ২০২৪ সালে ৭৮৮ টাকা। তাদের আরো একটি বড় বোতল আছে ৮ লিটারের যার দাম ১৩২০ টাকা। 

তীর সয়াবিন তেলের দাম ২০২৪

তীর সয়াবিন তেল বিভিন্ন আকারের প্যাকেজিংয়ে পাওয়া যায়। এর মধ্যে ১ লিটার, ২ লিটার, ৫ লিটার এবং ৮ লিটার বোতল বাজারে বেশি জনপ্রিয়। বোতলের পাশাপাশি তাদের রয়েছে পলিব্যাগের প্যাকেজ। নিম্মে তীর সয়াবিন তেলের দাম কত তার তালিকা দেয়া হলো। 

পণ্যের নামপরিমাণদাম (টাকা)
Teer Soyabean Oil1ltrTK 167.00
Teer Soyabean Oil2ltrTK 334.00
Teer Soyabean Oil5ltrTK 818.00
Teer Soyabean Oil8ltrTK 1,320.00
Teer Soyabean Oil Hdpe5ltrTK 405.00
Teer Soyabean Oil Poly1ltrTK 100.00

তীর সয়াবিন তেল ১ লিটার দাম ২০২৪ সালে বেশ কিছুবার উঠানামা করেছে, তবে বর্তমানে ১৬৭ টাকা আছে। এটা সাধারণত ১৬০ – ১৭০ এর মধ্যেই থাকে। তাছাড়া তীর সয়াবিন তেল ২ লিটার দাম ২০২৪ সালে ৩৩৪ টাকাতে পাওয়া যাচ্ছে।  তবে ফ্যামিলি প্যাকের ক্ষেত্রে তীর সয়াবিন তেল ৫ লিটার দাম ৮১৮ টাকা। এটার দাম ৮০০ – ৮২০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। 

বসুন্ধরা সয়াবিন তেলের দাম ২০২৪

বসুন্ধরা সয়াবিন তেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত সয়াবিন তেলের ব্র্যান্ড। কোনো কৃত্রিম উপাদান বা সংরক্ষণকারী পদার্থ ব্যবহার ছাড়াই ১০০% বিশুদ্ধ সয়াবিন থেকে প্রক্রিয়াজাত করা হয় এই তেল। বসুন্ধরা সয়াবিন তেলের দাম এর তালিকা নিম্মে উপস্থাপন করা হলো। 

পণ্যপরিমাণমূল্য (টাকা)
Bashundhara Soyabean Oil1ltrTK 167.00
Bashundhara Soyabean Oil2ltrTK 334.00
Bashundhara Soyabean Oil5ltrTK 818.00
Bashundhara Soyabean Oil8ltrTK 1,320.00

বসুন্ধরা তেল ১, ২, ৫, ও ৮ লিটারের বোতলে পাওয়া যায়। বসুন্ধরা সয়াবিন তেল দাম ১ লিটার ১৬৭ টাকা, ২ লিটারের দাম ৩৩৪ টাকা এবং ফ্যামিলি প্যাক বসুন্ধরা সয়াবিন তেল ৫ লিটার দাম ৮১৮ টাকা। যদিও সময়ের উপর এটা বেশ পরিবর্তনশীল তবে ৮ লিটারের বড় বোতল বর্তমানে পাওয়া যাচ্ছে ১৩২০ টাকাতে। 

ফ্রেশ সয়াবিন তেলের দাম ২০২৪

ফ্রেশ নামের মধ্যেই রয়েছে স্বচ্ছতা, যা ফুটিয়ে তুলেছে তেলের মধ্যেও। ফ্রেশ সয়াবিন তেল মানেই যেনো বিশুদ্ধ বীজ থেকে তৈরিকৃত তেল। ফ্রেশ সয়াবিন তেল বর্তমানে বাজারে ১,২,৩,৫ লিটারের বোতলে পাওয়া যাচ্ছে। নিচে মূল্য তালিকা দেয়া রইলো। 

পণ্য নামপরিমাণমূল্য (টাকা)
Fresh Soyabean Oil1ltrTK 167.00
Fresh Soyabean Oil2ltrTK 334.00
Fresh Soyabean Oil3ltrTK 500.00
Fresh Soyabean Oil5ltrTK 788.00 (ছাড়: TK 30.00)

বর্তমান বাজারে ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার দাম অন্যসব তেলের দামের মতই ১৬৭ টাকা। আর ফ্রেশ সয়াবিন তেল ২ লিটার দাম ৩৩৪ টাকা। তবে ইউনিক হলো ৩ লিটারের বোতল যা সব ব্র্যান্ড রাখে না। ফ্রেশের ৩ লিটারের সয়াবিন তেলের দাম ৫০০ টাকা। এবং তাদের আরেকটি বড় তেলের বোতল হলো ৫ লিটারের যার মূল্য ৭৮৮ টাকা। 

পুষ্টি সয়াবিন তেলের দাম ২০২৪

পুষ্টি সয়াবিন তেল বাংলাদেশের বেশ পুরোনো ও পরিচিত তেলের ব্র্যান্ড। তাদের রয়েছে বিভিন্ন সাইজের তেলের বোতল। ১ লিটার থেকে শুরু করে ৫ লিটা অব্দি। পুষ্টি সয়াবিন তেলের দাম এর তালিকা নিচে প্রকাশ করা হলো। 

পণ্য নামপরিমাণমূল্য (টাকা)
Pusti Soyabean Oil1 লিটারTK 167.00
PUSTI SOYABEAN OIL PET2 লিটারTK 334.00
Pusti Soyabean Oil Pet5 লিটারTK 818.00

পুষ্টি সয়াবিন তেল ১ লিটার দাম ২০২৪ সালের আপডেট প্রাইজ অনুযায়ী ১৬৭ টাকা। তাছাড়া অন্যান্য কোম্পানির তেলের দামের মতই পুষ্টি সয়াবিন তেল ২ লিটার দাম রাখা হয়েছে ৩৪৪ টাকা। তাছাড়া ফ্যামিলি প্যাক তথা, পুষ্টি সয়াবিন তেল ৫ লিটার দাম ৮১৮ টাকা। 

ভারতে সয়াবিন তেলের দাম কত ২০২৪

আমাদের পার্শবর্তী দেশ ভারতে সয়াবিন তেলের দাম বাংলাদেশে তেলের দামের মতই অনেকটা। এই পর্যায়ে ভারতের স্থায়ীয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন লিটারের সয়াবিন তেলের দামের তালিকা প্রকাশ করা হলো। 

ব্র্যান্ডের নামপরিমাণ (লিটার)দাম (₹)
Emami Healthy & Tasty Ultra Lite Refined1 L140
Fortune Soya Health, Refined Soyabean Oil5 L654
Nature Fresh Acti-Lite Refined1 L140
Sundrop Oil – Nutrilite1 L132
Fortune Soyabean Oil1 L133
NAKODA Refined Healthy & Tasty5 L790
TULSA The Source Of Nature Cold Pressed1 L499
Soyug Gold Refined Soyabean Oil15 L2,480
Fortune Plus Soyabean Oil1 L133
Vitalife Refined Soyabean Oil1 L213
STAR 555 Refined Soyabean Oil5 L925 
Mahakosh Future Fit Refined Soybean Oil5 L1,200 
KIRTI GOLD Soyabean Refined Oil5 L903 
PANKAJ Soyabean Refined Oil5 L899 
Soyug Gold-1 Ltr Bottle-3 set3 L560 

চুড়ান্ত মন্তব্য 

সয়াবিন তেল আমাদের রান্নায় নিত্যপ্রয়োজনীয় উপাদান। পর্যাপ্ততা ও সরকারের ভ্যাটের উপর নির্ভর করে সয়াবিন তেলের দাম প্রায়ই উঠা নামা করে। তাছাড়া বাজারে গিয়ে হুট করে প্রতারণা এড়াতে পূর্বেই সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য জেনে নেয়াটাই উত্তম কাজ। এই আর্টিকেলে প্রায় প্রতিটা কোম্পানির বিভিন্ন সাইজের সয়াবিন তেলের দাম ২০২৪ সালে কত টাকা সে বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।

 
Scroll to Top